Jochonar Pore lyrics

Title:Jochonar Pore
Band:Shunno

Jochonar Pore lyrics

আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নীরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পারো হাত বাড়ালে
হাত বাড়ালে
আজ বহুদূরে হেঁটে যাবো বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপ্ন হয়ে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রবো আমি
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রবো আমি
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

Leave a Comment