Poramon  Lyrics

Poramon  Lyrics

কইরা হেলা চইলা গেলা

খেইল্যা দারুণ প্রেমো খেলা

লাগে না ভালো লাগে না

পরাণে পরাণ থাকে না

উড়াল দিলা কোন সুখের আশায়

শত দুখেও তোমার নাম সুধায়

পোড়ামন তোমায় ভাবিয়া

চোখ বুইজাও থাকে জাগিয়া

মনের মাঝে এ কেমন আগুন

নিভাতে গেলে বাড়ে দ্বিগুন

বাইরেও জ্বলে আর ভিতরেও পুড়ে

 Poramon  Lyrics,

তু-মি-হীন নাই সুখ অ-ন্ত-পু-রে

কিসের খোঁজে ক্যান হইলা নিখোঁজ

পারি না দিতে মনটা রে বোজ

পোড়ামন তোমায় ভাবিয়া

Poramon  Lyrics,Join Our Facebook Page

Poramon  Lyrics,Bhoy Dekhas Na Please Lyrics

কইরা হেলা চইলা গেলা লিরিক্স,

খেইল্যা দারুণ প্রেমো খেলা লিরিক্স,

লাগে না ভালো লাগে না লিরিক্স,

পরাণে পরাণ থাকে না লিরিক্স,

উড়াল দিলা কোন সুখের আশায় লিরিক্স,

শত দুখেও তোমার নাম সুধায় লিরিক্স,

চোখ বুইজাও থাকে জাগিয়া লিরিক্স,

Leave a Comment