Bhoy Dekhas Na Please Lyrics

Bhoy Dekhas Na Please Lyrics

ভয় দেখাস না প্লিজ

আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই

তবু তোর দু চোখের রোদ

ফিরতে মানা করবে সেই, ভয় পাই

এই শরীরটাই যা তুই চিনিস

বাদ বাকী,আমি আনকোরা

জোর করে তবু সই পাতাই

গল্প বানাই, মন গড়াই

আমার অন্য রাজ্যপাট

আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ

তোর কাঁধেতে বসে

আর গান শোনাবো, পাই যদি আদেশ

অনেক রাতের পর,

খেলনা বাটির লোভ দেখাস যদি

আবার ফিরবো ঘর

ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।

ভুলে গেলে তুই

হাতড়ে ফিরবো অন্ধকারের গান,

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।

তুই এক ফালি আকাশ,

আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।

তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল

জানি ফেরার পর তুই আমায়, হাটতে দেখলেও চিনবি না

তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।

Bhoy Dekhas Na Please Lyrics,

শুধু কোন বাদলা দিনের ভোর,

তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল

ঘুমে কাঁদবি তুই,আর গুনব আমি বদলানোর মাশুল।

অনেক রাতের পর,

খেলনা বাটির লোভ দেখাস যদি

আবার ফিরবো ঘর

ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।

ভুলে গেলে তুই

হাতড়ে ফিরবো অন্ধকারের গান,

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান

জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।

ভয় দেখাস না প্লিজ

আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই

তবু তোর দু চোখের রোদ

Bhoy Dekhas Na Please Lyrics,Join Our Facebook Page

Bhoy Dekhas Na Please Lyrics,Raju Rani Rambo Lyrics

ভয় দেখাস না প্লিজ লিরিক্স,

আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই লিরিক্স,

তবু তোর দু চোখের রোদ লিরিক্স,

ফিরতে মানা করবে সেই, ভয় পাই লিরিক্স,

এই শরীরটাই যা তুই চিনিস লিরিক্স,

ফিরতে মানা করবে সেই, ভয় পাই লিরিক্স,

Leave a Comment