Title:Otiter Mohakaal
Band:Warsite
আমাকে লুকিয়ে রেখেছ কেন?
অন্ধকারে হারিয়ে ফেলেছ আমার অস্তিত্ব?
আমি আছি ভিড়ে তোমার ছায়া হয়ে
আসবো আবার ফিরে.. তোমার নিশ্বাসে।
আমার জন্ম তোমার ভিতরে
জ্বালবো আগুন জলে
সত্য হারায় অতীতের মহাকালে..
শিকল দিয়ে আঁকড়ে ধরে বারে বারে করেছ প্রশ্নবিদ্ধ.. আমার অস্তিত্ব
হতাশায় ঠেলে দিয়ে করতে চেয়েছ নিশ্চিহ্ন? নিশ্চিহ্ন!
আজও আছি বেঁচে তোমার গভীরে
মিথ্যের স্বাক্ষী হয়ে তোমার নিঃশ্বাসে..
কান পেতে শুনি ডাকছো আমায় তুমি অতীত হতে আবার ভবিষ্যতে