Mitthe Brihospoti lyrics

Title:Mitthe Brihospoti
Band:Warsite
কারারুদ্ধ মানবজাতি, সময়ের কালো অধ্যায়
মুখোশে ঢাকা রক্ত মাখা চোখ
শিরায় শিরায় শুধুই ধিক্কার
ক্লান্ত এ বৃদ্ধ পৃথিবী, সাক্ষী রেখে বিক্ষত চাঁদ
জালিয়ে যায় সেই অগ্নিশিখা ইতিহাসের পাতায় পাতায়
বিষাক্ত মেঘ ধুসর আকাশে, অন্ধের ঈশ্বর লুকিয়ে
মৃত্যু ছড়ায় তার নিশ্বাসে, নরকের বাতাসে।
আত্মাহুতি সুখের ধরণী, শত বছরের অভিশাপ
পাপী সাপের দংশনে অসহায় এ সভ্যতা
যুদ্ধ কি কখনো থামবে না?
মানবতা আর ফিরবে না?
মুখশের আড়ালে লুকিয়ে অশুভ শক্তির হায়েনা!
জালো আগুন জালো!

Leave a Comment