Oporajita song lyrics | তুমি ভুল করে বার বার লিরিক্স

Album : Jobab Daw

Oporajita song lyrics

তুমি ভুল করে বার বার লিরিক্স

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

তাই শেষ প্রশ্নের কোনো

উত্তর দিতে পারোনি

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

তাই শেষ প্রশ্নের কোনো

উত্তর দিতে পারোনি

হেরেছি কি আমিই একা

Amar Chokhe song lyrics | আমার চোখে তোমাকে যদি লিরিক্স

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

বেশতো ছিলাম আমি নিজেই

নিজেরি মতো

ভালোবাসা হলো কেনো

কষ্টে পরিণত

বেশতো ছিলাম আমি নিজেই

নিজেরি মতো

ভালোবাসা হলো কেনো

কষ্টে পরিণত

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

ছিলে তুমি হয়ে শুধু

অবুঝ মনের অতিথি

শেষ না হতেই তাই টেনে

দিলে প্রেমেরি ইতি

ছিলে তুমি হয়ে শুধু

অবুঝ মনের অতিথি

শেষ না হতেই তাই টেনে

দিলে প্রেমেরি ইতি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

তাই শেষ প্রশ্নের কোনো

উত্তর দিতে পারোনি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

হেরেছি কি আমিই একা

অপরাজিতা

তুমিও কি একটুও হারোনি

তুমি ভুল করে বার বার

একবারও স্বীকার করোনি

Leave a Comment