Amar Chokhe song lyrics | আমার চোখে তোমাকে যদি লিরিক্স

Album : Tumi E Valobashoni

Amar Chokhe song lyrics

আমার চোখে তোমাকে যদি লিরিক্স

আমার চোখে তোমাকে যদি

দেখতে

তবে প্রতিদিনই প্রেমে

পরে যেতে

তুমি ভাল না বাসলেও আমি

বাসব

তুমি প্রেমে না পড়লেও

আমি পড়ব

হৃদয়ের ঘটনা কখন কি ঘটে

বলা যায়না

কোন তরী কোথায় ভিরে

বোঝা যায়না

তুমি মনে না রাখলেও আমি

রাখব

তুমি প্রেমে না পড়লেও

আমি পড়ব

Birohi raat song lyrics | বিরহি রাত জানে লিরিক্স

বিশ্বাস ভেঙে গেলে ফেরত

দিতে পারে না

কার ভাঙে কিবা আছে কেউ

জানে না

তুমি কাছে না আসলেও আমি

আসব

তুমি প্রেমে না পড়লেও

আমি পড়ব

Leave a Comment