Opekkha lyrics

Title:Opekkha
Band:Shohojia

Opekkha lyrics

যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
ওপারে আছো কি কেউ, কেউ?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
ওপারে আছো কি কেউ, কেউ?
আমি এপারে ডাকা ডাকি
আর কতটা একা থাকি?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানি না
তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা
দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানি না
তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা
তুমি ভালো আছো নাকি!
আর কতটা একা থাকি?
সব রঙ, সব রূপ চুপচাপ এঁকে যায় কোন সুর?
কত ঢেউ, কত গান আমি আর পাঠাবো কতদূর?
সব রঙ, সব রূপ চুপচাপ এঁকে যায় কোন সুর?
কত ঢেউ, কত গান আমি আর পাঠাবো কতদূর?
এইসব মায়ার খেলা নাকি!
আর কতটা একা থাকি?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ
ওপারে আছো কি কেউ, কেউ?
আমি এপারে ডাকা ডাকি
আর কতটা একা থাকি?
যতদূর চোখ যায় ঢেউ, ঢেউ

Leave a Comment