Title:Ma
Band:Shohojia
Band:Shohojia
ঘুম ঘুম দিন যায় ঘুম ঘুম রাত
ঘুম ঘুম সবকিছু ঘুম অজুহাত
ঘুম ঘুম দিন যায় ঘুম ঘুম রাত
ঘুম ঘুম সবকিছু ঘুম অজুহাত
ঘুমের পরীরা সব চোখে চোখে ওড়ে
আমি মা জাগতে চাই তোমার শরীরে
আকাশে মেঘ আসে মেঘ ভেসে যায়
অনেক না বলা কথা ব্যাথা হয়ে রয়
আকাশে মেঘ আসে মেঘ ভেসে যায়
অনেক না বলা কথা ব্যাথা হয়ে রয়
একে একে সব পথ যাচ্ছে চলে
আমিও যাচ্ছি তুমি ডাকো নাই বলে মা!
ঘুম ঘুম দিন যায় ঘুম ঘুম রাত
ঘুম ঘুম সবকিছু ঘুম অজুহাত
ঘুমের পরীরা সব চোখে চোখে ওড়ে
আমি মা জাগতে চাই তোমার শরীরে