Oparer Kandar Nabiji Amar lyrics

Oparer Kandar Nabiji Amar lyrics

অপারের কান্ডার নবীজী আমার লিরিক্স

 

অপারের কান্ডার নবীজী আমার

ভজন সাধন বৃথা গেল আমার নবী না চিনে ৷

নবী আউল আখের বাতেন জাহের

কখন কোন রূপ ধারণ করেন কোনখানে ॥

আল্লা নবী দুটি অবতার

গাছ বীজ যে-রূপ দেখি সে প্রকার

সুবুদ্ধিতে কর তার বিচার

ও সে গাছ বড় কি ফলটি বড় নেও জেনে ॥

আসমান জমিন জলধি পবন

যে নবীর নূরে হয় সৃজন

বলো কোথায় ছিল সে নবীর আসন

নবী পুরুষ কি প্রকৃতি আকার তখনে ॥

আত্মতত্ত্বে ফাজেল যে জনা

সেই জানে সাঁইয়ের নিগূঢ় কারখানা

রাসুল রূপে প্রকাশ রব্বানা

লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে ॥

Oparer Kandar Nabiji Amar lyrics,T তুমি বা কার কে বা তোমার লিরিক্স,

অপারের কান্ডার নবীজী আমার লিরিক্স,

Oparer Kandar Nabiji Amar,

অপারের কান্ডার নবীজী আমার,

Oparer Kandar Nabiji lyrics,

অপারের কান্ডার নবীজী লিরিক্স,

Oparer Kandar Nabiji,

অপারের কান্ডার নবীজী,

Leave a Comment