Bebshar Poristhiti Lyrics | ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স

Bebshar Poristhiti Lyrics

ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স

ভাই কন্নি কত?
৫২০ টাকা।
দিয়া দাও করমুম নে কালকে দেখা
কলাদা, রুটি নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছত
ব্যবসার হিসাব আলাদা
সরম দিলা ভাইরে
ভাই আচস বাইরে
লাখ টাকা খাওয়াইয়া দিমু
দোকানের বাইরে
কী খবর… আলি মিয়া
চিল্লাইতাছ কি নিয়া?
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া
মানুষ ত মনে করে হুদা হুদি চেতি
আহেন ভাই, বহেন দেখেন
ব্যবসার পরিস্থিতি….
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?

Bebshar Poristhiti Lyrics My site Lyricsbijoy

ভাই এতলা টাকা এডভান্স দিয়া,
নিজের শইলের শ্রম দিয়া,
ব্যবসা কইরা কী লাভ মিয়া?
টেকা ঘুরাই বাকি নিয়া!
দেহাইতে হয় ময়না টিয়া,
খাওয়াইতে হয় কাউয়া দিয়া।
কথাটা হুনতে খারাপ
ব্যবসার ….  ব্যবসা নিয়া
কি ও বড় ভাই…🤚
আপনের দেহি খবর নাই,
ভাবতাছি হারাইয়া গেছেন;
নাকি বাল মইরাই গেছেন🤣
দূরও মিয়া কী কইতাছেন”
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।
ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
হালার আমরা কী নস্যু?????
আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
৭০ টাকা দাদা…
দইত মিয়া পাগল হইচেন?
কী কইতাচেন যা তা?
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা??
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।
ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না….
কী খবর বস?
তোর বসে খাইছে লস!
বারো ইন্সিতে এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস??
আমি খাইছি ব্যবসাই লস😔
আমার লগেই মজা লস?😏
মালের দাম কী কমছে,
নাকি আগের থেইকা জমছে?
হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?
দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,,,,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা!!
তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা….
কিছু কিছু প্রোডাক্ট আছে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।
কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?
কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,
তোর যে স্লিপ করুম
মালিকরে কদ্দুর ভরুম
আইজকা বেশী ভুরুম?
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যাই
আর আমি না খাইয়াই ঘুরোম।
আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশি কিন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি
Bebshar Poristhiti Lyrics,
Bebshar Poristhiti Lyrics,
ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশি……
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি…..
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই,
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই?
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স,
Bebshar Poristhiti,
ব্যবসার পরিস্থিতি গানের,

aly hasan lyrics,

aly hasan song lyrics

ব্যবসার পরিস্থিতি গানের লি,রিক্স
ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স
ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স

Bebshar Poristhiti song Lyrics,

Bebshar Poristhiti Lyric,

ব্যবসার পরিস্থিতি গানের Lyrics,

ব্যবসার পরিস্থিতি Lyrics,

ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স,
Bebshar Poristhiti,
ব্যবসার পরিস্থিতি গানের,
ব্যবসার যে পরিস্থিতি,
মুরগি খুঁজি তিথি তিথি,
আ আ তিথি তিথি,

Leave a Comment