Ontorale lyrics by Chirkut
Ontorale lyrics
Title:Ontorale
Band:Chirkut
তোমার অন্তরালে,
অন্তহীন আড়ালে
ডুবে ডুবে সমদ্দুর,
হেলোজেন রোদ্দুর
তুমি আকাশে অন্তরিন
আমি পথিক পথহীন
তোমার ভাজে ভাজে…
তোমার ভাজে ভাজে আততায়ী
নির্ভিক
তুমি সুন্দর তুমি
সুন্দর
আর আমি অসহায় রয়ে রই
তোমার ভাজে ভাজে ফেরারি
পলাতক
তুমি মায়া
আর আমি তার ছায়া রয়ে রই