Ekta Chera Din Lyrics Chirkut
Ekta Chera Din Lyrics
Title:Ekta Chera Din
Band: Chirkut
Band: Chirkut
একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট
একটা ছেঁড়া রাত, স্বপ্ন গুলো নষ্ট।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।
একটা পথের ভুল, একটা করুণ গল্প
একটা জীবন জানে, এক জীবনের অল্প।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।
একটা চিৎকার, শব্দহীন হলে
একটা নীরবতা, অনেক কথা বলে।
তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই
একটা রোদের ডাকে, আকাশটা ছুঁই।