Ogo Prano Priyo Nabi Lyrics ওগো প্রাণো প্রিয় নাবি লিরিক্স

Ogo Prano Priyo Nabi Lyrics,

ওগো প্রাণো প্রিয় নাবি লিরিক্স

ওগো প্রানো প্রিয় নবী, তুমি আছো সেই কত দূরে

আমার এ মন, বারে বারে, সেথা যায় সেথা যায় উড়ে (২)

 ওগো প্রানো প্রিয় নবী, তুমি আছো সেই কত দূরে

দেখিনি তোমায় কভু দু নয়নে,তবুও তোমার প্রেম ভরা এ প্রানে (২)

তুমি যার হয়েছো স্বজন (২) ভয় নাই ভয় নাই তার পরোপারে

ওগো প্রানো প্রিয় নবী, তুমি আছো সেই কত দূরে

আমার এ মন, বারে বারে, সেথা যায় সেথা যায় উড়ে

Hera Hote Hele Dule Lyrics, হেরা হতে হেলে দুলে লিরিক্স

মানুষের ভালো-বেসেছো তুমি, আপন ও পরভেদ কভু করোনি (২)

তোমার ঐ বিরহে শোনো (২) আঁখিদ্বয় আঁখিদ্বয় নোনা জলে ভরে

ওগো প্রানো প্রিয় নবী, তুমি আছো সেই কত দূরে

আমার এ মন, বারে বারে, সেথা যায় সেথা যায় উড়ে

Leave a Comment