Hera Hote Hele Dule Lyrics, হেরা হতে হেলে দুলে লিরিক্স

Hera Hote Hele Dule Lyrics,

হেরা হতে হেলে দুলে লিরিক্স

হেরা হ’তে হেলে দুলে

নুরানী তনু ও কে আসে, হায়!

সারা দুনিয়ার হেরেমের পর্দা

খুলে খুলে যায়-

সে যে আমার কামলীওয়ালা

কামলিওয়ালা।।

তার ভাবে বিভোল রাংগা পায়ের তলে

পর্বত জংগল টলমল টলে,

খোরমা খেজুর বাদাম জাফরানী ফুল

ঝ’রে ঝ’রে যায়।।

সে যে আমার কামলিওয়ালা

কামলিওয়ালা।।

আসমানে মেঘ চলে ছায়া দিতে,

পাহাড়ের অঁসু গলে ঝর্ণার পানিতে,

বিজলী চায় মালা হ’তে

পূর্ণিমা চাঁদ তাঁর মুকুট হ’তে চায়।

সে যে আমার কামলীওয়ালা

কামলিওয়ালা।।

 সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ  লিরিক্স

 

Hera Hote Hele Lyrics,

হেরা হতে হেলে লিরিক্স

Leave a Comment