Noshto Koreche Amader lyrics

Noshto Koreche Amader lyrics

Title:Noshto Koreche Amader
Band:LRB
এই ঘর এই বাড়ি এই পরিবার
এই হাসি কান্না এই চিৎকার।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই সুইচ এই ল্যাম্প এই আঁধার
চারপাশে আজেবাজে যত বিকার।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই নেতার এই দল নেতার গলাবাজি
এই অফিস এই ফাইল ফাইলে কারসাজি।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই বাস এই ট্রাক রাজপথের যত
মাধবীদের জেগে থাকা রাত শত শত।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই ক্লাস এই রুম ফন্দিবাজ স্যার
পুরনো পচে যাওয়া বাসি লেকচার।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই রোদ বৃষ্টি এই রংধনু
নেশা নেশা চোখে দেখা তোমার ক্ষীণও তনু।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
মিথ্যে শ্লোগান আর মিছিলের লাশ
ভণ্ডামির রাজনীতি অস্ত্র সন্ত্রাস।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
কাঁটাবনে ঘুপচি নিষিদ্ধ হাতছানি
প্রতিদিন প্রতিরাতের অভাব টানাটানি।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।
এই ঘুম নির্ঘুম চোখের অব্যক্ত কথা
প্রেম প্রেম খেলায় পাওয়া অযথা ব্যাথা ।
নষ্ট করেছে আমাদের
নষ্ট করেছে নষ্ট করেছে।

 

Leave a Comment