Make Bolis lyrics

Make Bolis lyrics

Title:Make Bolis
Band:LRB
ইট পাথরে সত্যগুলো গোপন রেখে,
কল্পনাতে মনগড়া এক শহর এঁকে,
মাছে ভাতে তাঁর ছেলেটা এখন ভালই আছে।
বাড়ি ফিরে বন্ধুরে তুই মা কে বলিস।।
ব্যাক বেঞ্চের তাঁর ছেলেটা মিছিল হলে সামনে থাকে
নষ্ট ছোঁয়ায় কষ্ট পেলে যায় হারিয়ে ঘূর্ণিপাকে
বাবার আদেশ মায়ের দোয়ায়
তাবিজ গুলো জড়িয়ে গলায়
গোপন রাখিস তাঁর ছেলেটা জীবন থেকে শুধুই পালায়।
নিপুণ হাতে সত্যগুলো আড়াল করে,
বাড়ি ফিরে বন্ধুরে তুই মা কে বলিস।।
নিষ্ঠুর দেয়ালের তপ্ত ভারে
ক্লান্ত দেহে চোখটা বুজে।
মধ্যরাতে হঠাৎ জেগে
টিনের চালে বৃষ্টি খুঁজে।
সুপের সাথে সসটা এখন
তাঁর ছেলেটা মেশাতে জানে।
কান্নাগুলো হাসির বুকে
তার ছেলেটা লুকোতে জানে।
এই পাপগুলি তুই গোপন করে আমার কথা বন্ধুরে তুই
মা কে বলিস।
বাড়ি ফিরে বন্ধুরে তুই মা কে বলিস

 

Leave a Comment