Nil Pahar lyrics

               Nil Pahar lyrics by Aurthohin

Title:Nil Pahar

Band:Aurthohin

 
শেষ হলো রাত আমার র্দীঘশ্বাসের
ছিলো না চোখে ঘুম শুধু অশ্রু নিয়ে
পুরোনো গিটারটা সাথে করে
যাচ্ছি চলে এই শহর ছেড়ে
ছিলো ভালোবাসা আমার এই শহরে
চলে গেছে সে আমায় ফেলে
ছিলো কতো স্বপ্ন, ছিলো কতো আশা
নীল ওই আকাশ আর নতুন কবিতা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোনো চেনা মুখ
যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খোঁজে
উঠবো আমি আজ ওই নীল পাহাড়ে
চোখ চলে যায় আমার স্মৃতির পাতায়
ছিলো কতো সুর ওই নীল জোছনায়
স্বপ্ন ছিলো কতো মোর দু’চোখে
হারিয়ে গেলো তা অশ্রু হয়ে
লিখেছিলাম গান তোমায় নিয়ে
ওই নীল পাহাড়ে যাবো দু’জনে
শেষ হবে সব দুঃখ সেথা তোমার আমার
কিন্তু যাচ্ছি আমি আজ শুধুই একা
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোনো চেনা মুখ
যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খোঁজে
উঠবো আমি আজ ওই নীল পাহাড়ে
যাচ্ছি আমি চলে এই শহরটা ছেড়ে
যেথা থাকবে না কোনো চেনা মুখ
যেথা হবে দুঃখের শেষ
যাচ্ছি আমি চলে নতুন সুরের খোঁজে
উঠবো আমি আজ
উঠবো আমি আজ
উঠবো আমি আজ ওই নীল পাহাড়ে
 

 

Leave a Comment