Ashte Shotto lyrics

Ashte Shotto lyrics by Aurthohin

Title:Ashte Shotto
Band:Aurthohin
দুঃস্বপ্নের কাছে প্রতিদিন
প্রার্থনা অস্থিরতার
সব নিরেটের মাঝে খুজি
অনুভবের আশঁটে সত্য
নিজেকে জন্ম দিই অবসাদে
নতুন করে পুনর্জন্ম নয়
নিজেকে জন্ম দিই আচ্ছন্নতায়
অতীতের মাঝে অগোচরে
সব সাদাকালো আবেশে
নতজানু অবিশ্বাস
সাজানো পৃথিবীর কান্নায়
নিয়ম ভাঙ্গার প্রতিশ্রুতি
নিজেকেই জন্ম দিই অবসাদে
নতুন করে পুনর্জন্ম নয়
নিজেকেই জন্ম দিই আচ্ছন্নতায়
অতীতের মাঝে অগোচরে
আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
(আমার চিৎকারে) আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
অর্থহীন শব্দের প্রলেপে
মৃত্যুকে লিখি রক্তের পোঁচে
একমুঠো ধুলো বাতাসে
উড়িয়ে স্রষ্টা আমি মহাকালের
আমরা জন্ম দিব কোন দীর্ঘশ্বাসের
হয়তো জন্ম নিবে নষ্ট সময়ের
আমরা জন্ম নিব মৃত্যুরই ছোঁয়ায়
চিনতে নতুন করে আবার নিজেকেই
আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
(আমার চিৎকারে) আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
আমরা জন্ম দিব কোন দীর্ঘশ্বাসের
হয়তো জন্ম নিবে নষ্ট সময়ের
আমরা জন্ম নিব মৃত্যুরই ছোঁয়ায়
চিনতে নতুন করে আবার নিজেকেই
আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
(আমার চিৎকারে) আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
(আমার নিঃশ্বাসে) আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ
(আমার চিৎকারে) আমার নিঃশ্বাসে আজ অন্ধকার যে আধাঁর আমায় দেয় পূর্ণতা
আমার চিৎকারে শুধুই স্তব্ধতা ঢেকে দেয় সব প্রতিবাদ

Leave a Comment