Neo Lyrics

Neo Lyrics by Icons

Neo Lyrics

Title:Neo
Band:Icons
আয়নার কাছে বিস্মিত মন
বদলে যায় প্রতিসরন
সামনে এসে দাঁড়ায় ধীরে
জীবন নামের মৃত্যু আমার
আমার আমার আমার
এই সময়ের সঙ্গী তুমি
স্বপ্ন দেখো আলোর মাঝে
দাঁড়িয়ে আমরা কজন
পুরনো আঁধার ছায়ায়
তোমার মাঝে আমার সমাপ্তি
তোমার মাঝে আমার সমাপ্তি
ভেসে আসা আলো বদলে যাবে সেখানে
নগ্ন পায়ে হারিয়ে যাওয়া এখানে
অন্তরালে ভেসে আসা মুখ তোমার সাথে
মিশিয়ে দেয়া হয়তো আমার হাতে
আমায় হয়তো চেনো, নগ্ন পায়ে হারানো
আয়নার কাছে বিস্মিত মন
বদলে যায় প্রতিসরন
সামনে এসে দাঁড়ায় ধীরে
জীবন নামের মৃত্যু আমার
আমার আমার আমার
তোমার মাঝে আমার সমাপ্তি
তোমার মাঝে আমার সমাপ্তি

Leave a Comment