Brishtihoto lyrics

Brishtihoto lyrics by Icons

Brishtihoto lyrics
Title:Brishtihoto
Band:Icons
তুমি প্রশ্ন করতে পারো বৃষ্টিকে ভুলে
আমি জানি দিয়েছি সবকিছু
তুমি দেখিয়েছ সঠিক পথ
তাই বলছি এখনি সরে দাড়াও
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত
তুমি আজো কেনো নিথর স্রোতে
দাড়িয়ে থাকো পথের মাঝে
আমি স্বপ্ন দেখব বলে স্বপ্ন দেখতে গিয়ে
সবকিছুই বড়ই সাদাকালো
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত
আমায় দেখেছিল তার পাশে
সেই স্রোতে হাত রেখে বসে
ফিরে চলা আবার সুর উঠে
চোখের শেষ কান্না ভুলে
নেমে আশা যখন তোমার
নেমে আশা যখন তোমার
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত

Leave a Comment