More Valobashay Vulio Na  Lyrics

More Valobashay Vulio Na  Lyrics

মোরে ভালোবাসায় ভুলিও না

পাওয়ার আশায় ভুলিও

মোরে আদর দিয়ে তুলিও না

আঘাত দিয়ে তুলিও।।

হে প্রিয় মোর একি মোহ

এ প্রাণ শুধু চায় বিরহ

তুমি কঠিন সুরে বেঁধে আমায়

সুরের লহর দুলিও।।

More Valobashay Vulio Na  Lyrics,

প্রভু শান্তি চাহে পুরাতে সাধ

আমি চাহি পুড়িতে

সুখের ঘরে আগুন জ্বেলে’

(বঁধু) পথে পথে ঝুরিতে;

নগ্ন দিনের আলোকেতে

চাহি না তোমায় ব’ক্ষে পেতে

তুমি ঘুমের মাঝে স্বপনেতে

More Valobashay Vulio Na  Lyrics,Join Our Facebook Page

More Valobashay Vulio Na  Lyrics,Tumi Ebar Lyrics

মোরে ভালোবাসায় ভুলিও না লিরিক্স,

পাওয়ার আশায় ভুলিও লিরিক্স,

মোরে আদর দিয়ে তুলিও না লিরিক্স,

আঘাত দিয়ে তুলিও লিরিক্স,

হে প্রিয় মোর একি মোহ লিরিক্স,

হৃদয়-দুয়ার খুলিও  লিরিক্স,

Leave a Comment