Mon Amar lyrics

             Mon Amar lyrics by Anjan Dutt

Title:Mon Amar
Anjan Dutt

 
তোমার কথা শুনতে ভালো
লাগে বন্ধুরা বলে
শোনায় তোমার কথা আমায়
প্রায়
তাই শুনলাম তোমার কথা,
গান শোনার ছলে
শুনলাম তোমাকে তাই
অনেক কথা কতো কথা
কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা
সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে
গীটার
মন আমার
মন আমার
মন আমার
 
মিথ্যে কথায় হারিয়ে
যাওয়া ব্যর্থ এ বাজারে
অর্থ নিয়ে এলো তোমার
গান
গানের ভাষা নতুন আশায়
উঠলো নেচে তোমার কথায়
উঠলো নেচে অনেকের প্রাণ
সত্যি কথা সহজ করে বলার
সাহস পেলাম ফিরে
কোথায় যেনো ভেতরে আমার
কথার নেশা ছড়িয়ে দেবার
ইচ্ছেটা যে হলো আমার
ইচ্ছে হলো বাজাতে গীটার
মন আমার
মন আমার
মন আমার
 
গানের কোনো প্রস্তুতি
নেই, নেই যে শেকড়-বাকড়
মালকোষ কি পিলু ভৈরবী
গলায় আমার নেই যে কোনো
রেওয়াজ করার স্বভাব
এই অভাব আমার থাকবে
চিরদিন
গানের কোনো প্রস্তুতি
নেই, নেই যে শেকড়-বাকড়
মালকোষ কি পিলু ভৈরবী
গলায় আমার নেই যে কোনো
রেওয়াজ করার স্বভাব
এই অভাব আমার থাকবে
চিরদিন
আমার শুধু ছিলো আছে
কাঠখোট্টা বাস্তবটা
আমার শুধু ছিলো আছে
কাঠখোট্টা বাস্তবটা
দিবারাত্রি আপোষ আর
আপোষ
রবীন্দ্র কি গণসংগীত
কোনোটাই ঠিক দিচ্ছিলো
না
বুকের ভেতর রেগে উঠার
রোষ
গানটা আমার গাইবার এই
ইচ্ছেটা যে ছিলো নাকো
কানটা ছিলো শুধু শোনার
অভ্যেসটা ছিলো কথার
তালে কথার জবাব দেবার
কথা কেড়ে নেবার স্বভাব
তোমার কথার সূত্র ধরে
পথ হারিয়ে নতুন করে
ইচ্ছে হলো কথাটা বলার
কথায় কথা বাড়ে, তাই বলছি
ছোট্ট করে
আমার ইচ্ছে হলো বাজাতে
গীটার
মন আমার
মন আমার
মন আমার
 
তোমার কথা শুনতে ভালো
লাগে অনেকেই বলে
শোনায় তোমার কথা আমায়
প্রায়
তাই শুনলাম তোমার কথা,
গান শোনার ছলে
শুনলাম তোমাকে চাই
অনেক কথা কতো কথা
কথো-কথার সুরে
ভরে গেলো ভেতরটা আমার
ইচ্ছে হলো বলতে কথা
সুরের তালে তালে
আমার ইচ্ছে হলো বাজাতে
গীটার
মন আমার
মন আমার
মন আমার

 

Leave a Comment