Horipado song lyrics

           Horipado song lyrics by Anjan Dutt

Title:Horipado

Anjan Dutt

 
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
আকাশ থেকে নেমে এলো
একরাত্রে
বড় বড় বড় বড় গোল গোল
চোখ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
আত্নীয় নেই কোনো
বন্ধুবান্ধব
মেস বাড়িতে তার বাস
দায়িত্ব নেই কোনো
ঝঞ্চাট নেই কোনো
নেই তার কোনো অভিলাষ
আছে কলসি আছে, আছে ঘরের
কোনে
আছে গামছা আছে, আছে
মারগো সাবান
চশমার মাইনাস পাওয়ার
আছে
পরিপাটি একটা গোঁফ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
আছে একা একা স্বপ্ন
দেখার অভ্যেস
তার ধার করে পত্রিকা
পড়া
আছে এইট বি বাসের এক
কোনটার জন্য
সকালের অফিসের তাড়া
আছে ছোটবেলা থেকে
একটানা জ্বর রোগ
তাই তেল ঝাল নুন খাওয়া
হয়না
শুধু সাদা সেদ্ধ ছিলো
যে বরাদ্ধ
যতই না ইচ্ছে হোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
বিজ্ঞাপনের হাতছানি
দেখেও না দেখে
ভিড় বাসে পাট ভাঙা
শাড়ির পরশ খুলে থেকে
শনিবার, শনিবার নড়বড়ে
সিড়ি বেয়ে
মেসটার ছাদে উঠে আকাশের
দিকে চেয়ে
জলে ভরে যেতো তার চোখ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হয়তোবা কোনোদিন
পার্থনা করেছিলো সে
তাই ধুম করে হঠাৎ এক
শনিবারে নেমে আসে
টিভির এন্টেনা বাচিয়ে
আস্তে করে
পাঁচিলের ধারে ঘেঁষে
বনবন করে
ঘুরে নেমে এলো বড় বড়
চোখ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
ঘাবড়ে গিয়ে দাঁত
কপাটি লেগে যায়
ঘেমে যায় হরির নাকটা
কোনো এক ম্যাগাজিনে
দেখেছিলো এই ছবি
অজানা উড়ন্ত কি একটা
ধুয়ে যায় হরিপদ সাদা
সাদা আলোতে
বেজে উঠে এসরাজ কত
হাত পা মন মাথা ঘামতে
ঘামতে
টনটন করে তার নখ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হঠৎ কি মনে হলে
খিলখিলেয়ে হেসে ওঠে
হরিপদ
কেরানি
এতসব বড় বড় দেশ মেশ
ফেলে তোরা কলকাতাতেই
এলি
নিশ্চয়ই পথ ভুল করে
করেছে যে ব্যাটারা
পাবেনা যে কিছুই
হেথায়
হাসতে হাসতে দুটো পাটি
হরিপদ জলে ভরে যায় তার
চোখ
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
বুঝতে পারেনি তারা কখন
যে নেমে এসে
তুলে নিয়ে গেছে তাকে
মেঘের ওপারে কোন
দেশে
কেউ কোনও দিন তার খোঁজ
করেনিকো আর
ছিল নাকো কেউ তার কোনও
খোঁজ করবার
কেউ করেনিকো কোনও শোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা
ছোটখাটো লোক
লায় লায়লা লায়
লায়লা্লায় লায়
লায়লা লায় লায়লা
লায়

 

Leave a Comment