Mohakashchari lyrics

Mohakashchari lyrics by Conclusion

Mohakashchari lyrics

Title:Mohakashchari
Band:Conclusion
কোথাও লুকোনোর নেই সময়,
 ডুবে যাই তাদের গল্পের মাঝে,
 ভিড়ের আড়ালে।
কোথাও হারানোর নেই সময়,
 ফিরে যাই নিজের ঘরের কোণে,
 বিশ্বাস হারিয়ে।
কোথাও বেরুবার নেই সাহস,
 না পাই কোন দরজা খুঁজে,
ছায়ার ভেতরে।
 বিশ্বাস হারাই ঘরের কোণে,
নিঃশ্বাস ফেলি কণ্ঠ শুনে,
 চমকে উঠি আলোর আড়ালে।
 নিজের কাছে পৌছবার জায়গা খুঁজি,
নিজের থেকে লুকোবার জায়গা খুঁজি।
 চুপচাপ করে বসে রই,
 নিজের ইচ্ছেগুলো চেপে,
 অপেক্ষা পেরুলে।
 হুটহাট করে ভেঙ্গে পড়ি,
চমকে উঠি তার কণ্ঠ শুনে,
আলোর আড়ালে।

Leave a Comment