Manob lyrics

Manob lyrics by Conclusion

Manob lyrics
Title:Manob
Band:Conclusion
তুমি বলো, প্রভু
আমরা কারা?
আঁধার ডাকে কেন
আমাদের আকাশে?
ফিরে আসে স্বপ্নগুলো
ফিরে আসে শব্দ
সময়ের পথচলাতে
ঘুরে দেখি আবার
বেচেছি নিজের সত্তাকে
বারেবার, বারেবার
নীরবে সব মেনে যাই
ছুটে যাই তোমার পিছু
অচেনা সময়ে অচেনা পথে
আটকে রই
নীরবে সব মেনে যাই
ছুটে যাই তোমার পিছু
অচেনা সময়ে অচেনা পথে
আটকে রই
সময়ের পথচলাতে
ঘুরে দেখি আবার
বেচেছি নিজের সত্তাকে
বারেবার, বারেবার
উৎসবের আলোয় দেখেছি
মিথ্যে আঁধার
খুঁজে পেয়েছি নিজেকে
মানব আমি আবার
আমি আবার
আমি আবার
আমি আবার

Leave a Comment