Akela Lyrics

Akela Lyrics

Shopnochura Lyrics

তারাগুলো ভেসে ভেসে মেঘের মাঝে লুকিয়ে গেছে

তারাগুলো ভেসে ভেসে মেঘের মাঝে লুকিয়ে গেছে

তবুও জীবন চলছে অবিরাম জীবনেরই পথে

তবুও আমি চলছি অবিরাম অন্য পথে

একেলা দূরের আকাশে

রাত্রি যেন আসে

একেলা দূরের পথ ধরে

কোন সে পথিক চলে

একেলা… একেলা.. একেলা…..

মহাকালের প্রান্তে এসে একা একা লিখছি এ গান

জানি তুমি ছাড়া কেউ শুনছে না আর মোর কলতান

এ গান শেষ হবে না,কোনোদিন-কোনোদিন

Akela Lyrics,

এ গান শেষ হবে না,কোনোদিন-কোনোদিন

তবুও জীবন চলবে অবিরাম জীবনেরই পথে

তবুও আমি চলব অবিরাম অন্য পথে

একেলা দূরের আকাশে

রাত্রি যেন আসে

একেলা দূরের পথ ধরে

কোন সে পথিক চলে

Akela Lyrics,Join Our Facebook Page

Akela Lyrics,Aji Jhorer Rate Lyrics

Shopnochura Lyrics,

তারাগুলো ভেসে ভেসে মেঘের মাঝে লুকিয়ে গেছে লিরিক্স,

তারাগুলো ভেসে ভেসে মেঘের মাঝে লুকিয়ে গেছে লিরিক্স,

তবুও জীবন চলছে অবিরাম জীবনেরই পথে লিরিক্স,

একেলা… একেলা.. একেলা লিরিক্স,

Leave a Comment