Lukiye Thaka Lyrics

Lukiye Thaka Lyrics

লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,

একটা সন্ধ্যা দাও ।

ঐ দুর আকাশে, ঘন কালো,

মেঘের দিকে চাও ।

ভেজা মাটি, শান্ত দিঘী,

ছুঁতে যদি চাও

পরশ মাখা, আগলে রাখা,

হাত দুটো বাড়াও

লুকিয়ে থাকা, জোনাক জ্বলা,

একটা সন্ধ্যা দাও

ঐ দুর আকাশে, ঘন কালো,

মেঘের দিকে চাও

ভেজা মাটি, শান্ত দিঘী,

ছুঁতে যদি চাও

পরশ মাখা, আগলে রাখা,

হাত দুটো বাড়াও

রুপকথারা ডানা মেলে, আসবে যখন ছুটে,

Lukiye Thaka Lyrics,

তুমি আঁকড়ে ধড়া, শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলে

বৃষ্টি ঝরা, রদ্রু মাখা,

রূপটা যদি পাও

একটু হেঁসে, চুপটি বসে,

জোছনাটা সাঁজাও

আর একটা দিঘী, রাত্রই যদি

পারি দিতে চাও

বৃহত্তেরও চোরাবালি,

বেঁয়ে তুমি যাও

রুপকথারা ডানা মেলে, আসবে যখন ছুটে,

Lukiye Thaka Lyrics,Join Our Facebook Page

Lukiye Thaka Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

লুকিয়ে থাকা, জোনাক জ্বলা লিরিক্স,

একটা সন্ধ্যা দাও লিরিক্স,

ঐ দুর আকাশে, ঘন কালো লিরিক্স,

মেঘের দিকে চাও লিরিক্স,

ভেজা মাটি, শান্ত দিঘী লিরিক্স,

তুমি আঁকড়ে ধড়া, শান্ত ঝিঁঝিঁর ডাক যেওনা ভুলেলিরিক্স,

Leave a Comment