Baundule Lyrics

Baundule Lyrics

ইচ্ছে গুলো আমার মত

একটু বাউন্ডুলে

মনের যত অবুঝ কথা

হয়না বলা খুলে

ভাবছি এবার সময় করে

যাবো তোমার বাড়ি

ভালোবাসি বলব তোমায়

ভেঙ্গে সব আড়ি

তুলে নেবো সেমিকোলন

কমা কিংবা দাড়ি

ছোট্ট করে পাই যদি

তোমার অনুমুতি

রাখবো না আর আড়াল করে

আমার অনুভুতি

তুলে নেবো সেমিকোলন

কমা কিংবা দাড়ি

তোমায় নিয়ে পাড়ি দেবো

Hijibiji  Lyrics,

রূপকথারই দেশে

ছায়া হয়ে থাকবো তোমার

পথের শুরু শেষে

তুলে নেবো সেমিকোলন

কমা কিংবা দাড়ি

ইচ্ছে গুলো আমার মত

একটু বাউন্ডুলে

মনের যত অবুঝ কথা

হয়না বলা খুলে

ভাবছি এবার সময় করে

যাবো তোমার বাড়ি

ভালোবাসি বলব তোমায়

Baundule Lyrics,Join Our Facebook Page

Baundule Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

ইচ্ছে গুলো আমার মত  লিরিক্স,

একটু বাউন্ডুলে লিরিক্স,

মনের যত অবুঝ কথা লিরিক্স,

হয়না বলা খুলে লিরিক্স,

ভাবছি এবার সময় করে লিরিক্স,

যাবো তোমার বাড়ি লিরিক্স,

ভেঙ্গে সব আড়ি লিরিক্স,

Leave a Comment