ক্রন্দসী পথচারিণী লিরিক্স | Korondosi podcoroni lyrics

ক্রন্দসী পথচারিণী লিরিক্স

Korondosi podcoroni lyrics

ক্রন্দসী পথচারিণী,

তুমি কোথা যাও তুমি কারে চাও?

যে ব্যথা তব অন্তরে ও বিষাদিনী,

মোরে বলে যাও।

বন্ধুর পথজান না, বন্ধুর পথ অজানা।

বলো পথিকে কত শুধাবে ‘কোথা গেছে সে

মোরে বলে দাও’?

সংকটময় ভুবনে ভ্রমিবে একা কেমনে?

কোন চঞ্চল তাড়নে বঞ্চিলে নিজ ভবনে?

এসো গো মম অঙ্গনে এসো গো গো মম অঙ্গনে;

দেখো তল্লাসি এই অন্তরে, তুমি যারে চাও

যদি তারে পাও ।

ক্ষমিয়ো হে শিব, আর না কহিব

ক্ষমিয়ো হে শিব, আর না কহিব-

দুঃখ বিপদে ব্যর্থ জীবন মম।

মৃত্তিকা বলে মোরে, ওরে মুঢ় নর,

হৃদয়-আঘাতে তব কেন এত ডর।

দীর্ণ মম বক্ষ যত, আঘাত যত খর,

শস্য সুফল তত, ততই শ্যাম মনোরম।।

আকাশ বলে মোরে, আমি কাঁদি যবে

হাসে বসুন্ধরা ফুল্লাবিভবে;

তোমার ও নয়ন-বারি বিফল না হবে,

শুস্ক জীবনে তব ফুটিবে ফুল অনুপম।।

Leave a Comment