কেমন করে তাড়াবে তারা লিরিক্স
Kemon kore tarabe tara lyrics
কেমন করে তাড়াবে তারা
তুমি মাত্র একা,
আমার অনেকগুলা বাদী গো
তার নাইকো লেখাজোকা॥
ভেবেছ মোর ভক্তি বলে
লয়ে যাবে বলে ছলে
অভক্তেরও ভক্তি যেন
পেত্নীর হাতের শাখা
কেমন করে তাড়াবে তারা॥
কেমন করে তাড়াবে তারা
তুমি মাত্র একা,
আমার অনেকগুলা বাদী গো
তার নাইকো লেখাজোকা॥
ভেবেছ মোর ভক্তি বলে
লয়ে যাবে বলে ছলে
অভক্তেরও ভক্তি যেন
পেত্নীর হাতের শাখা
কেমন করে তাড়াবে তারা॥