Konba Deshe Jaogore Konna Lyrics

Konba Deshe Jaogore Konna Lyrics

কোনবা দেশে যাওগোরে কন্যা লিরিক্স

লোক সঙ্গীত

কোনবা দেশে যাওগোরে কন্যা

কোনবা দেশে যাও

কোনবা দেশে উড়াও তোমার

মন পবনের নাও

কন্যা মন পবনের নাও

কোনবা দেশে যাওগোরে কন্যা

কোনবা দেশে যাও

আকাশেতে চন্দ্র কান্দে

তারা কান্দে রইয়া

বনের পশু-পঙ্খি কান্দে

বনেতে বসিয়া

কন্যা, বনেতে বসিয়া

কোন ভাঁটিতে, কোন উজানে

কোন ভাঁটিতে, কোন উজানে

কোন জঙ্গলায় যাও

কন্যা কোন জঙ্গলায় যাও

কোনবা দেশে যাওগোরে কন্যা

কোনবা দেশে যাও

শুন শুন, শুনরে কন্যা

তোমারে কই আগে

দুঃখের বারমাসিরে কন্যা

প্রাণে বড় লাগে

কন্যা প্রাণে বড় লাগে

রইলো কোথায় বাপ-ভাইজান

রইলো কোথায় মা

Konba Deshe Jaogore Konna Lyrics,

কন্যা রইলো কোথায় মা

কোনবা দেশে যাওগোরে কন্যা

কোনবা দেশে যাও

কোনবা দেশে উড়াও তোমার

মন পবনের নাও

কন্যা মন পবনের নাও

কোনবা দেশে যাওগোরে কন্যা

Konba Deshe Jaogore Konna Lyrics,Join Our Facebook Page

Konba Deshe Jaogore Konna Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

কোনবা দেশে যাওগোরে কন্যা লিরিক্স,

লোক সঙ্গীত লিরিক্স,

কোনবা দেশে যাওগোরে কন্যা লিরিক্স,

কোনবা দেশে যাও লিরিক্স,

কোনবা দেশে উড়াও তোমার লিরিক্স,

কোনবা দেশে যাও লিরিক্স,

Leave a Comment