Jawl Phoring

Jawl Phoring Lyrics

জল ফড়িং লিরিক্স

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,

অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?

সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে,

কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে।

ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,

আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে।

তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন,

একটু থামতে চায়, প্রেমিকের ইন্সপিরেশন।

তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি,

তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি।

Jawl Phoring Lyrics,

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং।

ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,

শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি,

একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,

বন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার।

তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি,

তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি।

তোকে বসন্তের দিন দিতে পারি,

Jawl Phoring Lyrics,Join Our Facebook Page

Jawl Phoring Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

জল ফড়িং লিরিক্স,

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস লিরিক্স,

অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস লিরিক্স,

সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে লিরিক্স,

আমাকে খুঁজে দে জল ফড়িং লিরিক্স,

Leave a Comment