Kobor lyrics by Black
Kobor lyrics
Title:Kobor
Band:Black
Band:Black
অমন আঁধার সিঁড়ি নেমে আসে নীচে
সিমেন্ট মেঝের ওপর চাঁদের চিৎকার
ছায়া পড়ে নীল ছায়া পড়ে লাল
বাতাসের ঘূর্ণিতে মেয়েলি প্রলাপ বলে-
“চিৎকার করে কি চাও তুমি?”
উত্তর নেই, সব চুপচাপ
বাতাসে কাঁপে ঘাস
চাঁদের ইঙ্গিত ওপরে
লাল নীল মেঘ
সামান্য বিস্ময় প্রকাশে
মৃত চিল ও শেষ ডানা
অপরাপর লেনদেন আর সবকিছু শেষ
এসব মুগ্ধ হল কাল্পনিক ডানার উষ্ণতায়
চিৎকার করে বল তুমি
সবশেষে সেই নীল লাল
স্বর্গের অদৃশ্য সিঁড়ি
শেষ রাতে মৃত্যুর পর
মৃত গাছের নীচে- কবর।