Chena Dukkho lyrics

Chena Dukkho lyrics by Black

Chena Dukkho lyrics

Title:Chena Dukkho
Band:Black
তবুও অপেক্ষায় থেকো রাত জেগে
আমি ফিরতেও পারি কথার টানে
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন আমার
নিয়ত ক্ষয়ের পাশে, কেন যে বাঁচতে চাই?
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাঁটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুঁয়ে (ছুঁয়ে)
মাঝরাতের চাঁদ ডুবে গেলে, ঘুমের ঘোরে
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাঁটছি
দিকচিহ্নহীন এই আমি সহসা বৃষ্টিতে
মনে হয় মায়াবী তুমি দাঁড়িয়ে পাশে
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাঁটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাঁটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুঁয়ে (ছুঁয়ে)

 

Leave a Comment