Ki Pele lyrics

Title:Ki Pele
Band:Vikings
 
কিছু সুখ চাইলে, কিছু হারাতে হয়
কিছু দুঃখ পেলে সুখ সীমানা ছাড়ায়
দু’চার করে অনেক কাছে এসেছি
প্রথম ঠিকানা খুজে পেয়েছি
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কিছু ভালো লাগা আর কিছু ভালোবাসা
উদাসী ভাবনা, আবেশী সীমানায়
আজ হৃদয় জুড়ে কথা শুনবার নেই কেও
আমার এই পথে
কোথাও নেই যে কেও
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কত কাছে আসা আর কত দূরে যাওয়া
একাকী বেদনা নীরবে জাতনায়
আজ ভুবন ঘুরে, পাশে থাকবার নেই কেও
আমাদের রাতে
কোথাও নেই যে কেও
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কিছু সুখ চাইলে, কিছু হারাতে হয়
কিছু দুঃখ পেলে সুখ সীমানা ছাড়ায়
দু’চার করে অনেক কাছে এসেছি
প্রথম ঠিকানা খুজে পেয়েছি
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়
কি পেলে বলো আসবে তুমি?
আমার এই ছোট্ট আঙিনায়

Leave a Comment