Title:Dusshopno
Band:Vikings
Band:Vikings
খুব আঁধার
বাতাসের লুকা-ছায়াহীন প্রাণ
নীল আলোয় বৃষ্টি ভেজানো পথে সুদূর এই ঘ্রাণ
ঝিঁঝিঁ ডাকা সবুজের মাতাল রুপালি এই স্নান
ভেজা আকাশ নেমে আয় কাছে
কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙ্গে নিজ ঘরে প্রতি রাতের মতোই
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
কালো মেঘের আড়ালে সাজানো তারাগুলো ম্লান
মিটিমিটি জোনাকি জ্বলা রাতে আপেক্ষিক ঘ্রাণ,
চারিদিকে শিহরণ জাগানো স্মৃতির অভিমান
দূরে কোথাও ভেসে যায় রাতে
কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙ্গে নিজ ঘরে প্রতি রাতের মতোই
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
পিচ ঢালা এ ক্লান্ত পথে অজানায় পারাবার
ঘুম হারা এ ভ্রান্ত চোখে কে আমি কবে কার
পিচ ঢালা এ ক্লান্ত পথে অজানায় পারাবার
ঘুম হারা এ ভ্রান্ত চোখে আমি কে কবে কার
কে যেন ডাকে পেছনের পথ ধরে
পিছু ফেরার আগেই ঘুম ভাঙ্গে নিজ ঘরে
কে যেন ডাকে পেছনের পথ ধরে
প্রতি রাতের মতোই
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে
সপ্ন নয় দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে আমার ঘরে।