Karabondi lyrics by Defy
Karabondi lyrics
Song: Karabondi
Album: Play It Now
Band: Defy
কারাবন্দি এই নীলাচলের এই শহরে
আমরা কজনা থাকি পথে
আকাশের মত শুন্য বালুতে
কোনো নামহীন ধরণী স্বর্গে
যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুঁজে ফেরে
তাই কোন একদিন আমরা কজন
ছুটে যাই নীল তেপান্তর
সেই তেপান্তরের দূর দিগন্ত
দেয় মুক্তির হাতছানি
আঁকড়ে ধরে সময়ের শত গ্লানি
তবুও রঙ্গিন সুতোয় স্বপ্ন বুনি
যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুঁজে ফেরে
নতুন করে স্বপ্ন ডানায় ভেসে যাওয়ার প্রয়াস
আটকে পড়ে বাস্তবতার প্রহসনে
তাই ছুটে যাই সেই দিগন্তে মুক্তির আঃশ্বাসে
নির্বোধ পথিক আমায় দেখে বাস্তবতার হাসে
যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুঁজে ফেরে