Bhoy lyrics

Bhoy lyrics Defy

Bhoy lyrics

Title: Bhoy
Band: Defy
হাত বাড়িয়ে ছুঁই না তোকে আমি
মন বাড়িয়ে ছুঁই,
দুই কে আমি এক করি না
এক কে করি দুই.
হেমের মাঝে শুই না যবে আমি
প্রেমের মাঝে শুই,
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই পাবি তুই.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি,
পথ হারিয়ে পথের বাঁকে
আমাকেই তুই পাবি.
পূবের আকাশ লাল হলে
দেখিস যে তার আভা,
আমার ছায়া তার মাঝে
করছে আনাগোনা.
সোনা রঙে রোদ্দুরে তুই
তাকাস চোখটা মেলে,
খুঁজে দেখিস আমার কায়া
মেঘের ভাঁজে খেলে.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি,
পথ হারিয়ে পথের বাঁকে
আমাকেই তুই পাবি.
বিকেল বেলা ঘুমের ঘোরে
স্বপ্নে যাস যে তুই,
স্বপ্ন দেশে আমার দেখা
পাবি যে নিশ্চয়ই.
রাতদুপুরে অসময়ে
তন্দ্রা ভাঙে তোর,
ঘুমের শেষে অনুরোধে
দীর্ঘশ্বাসে ভোর.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই ভয়ের ভীড়ে
আমাকেই তুই পাবি,
কাঁচের ঘরে নির্বাসনে
আমাকেই তুই পাবি.

 

Leave a Comment