kar kemon gun lyrics
কার কেমন গুণ জানা যাবে আখেরে
কার কেমন গুণ জানা যাবে আখেরে
কোথায় কে কি করে ফেরে।।
ছাইচাপা থাকে না অগ্নি,
আগুন বস্তু এমনি,
মনুষ্যত্ব সত্য তেমনি,
বের হয় স্ফুরে।।
ফলে বৃক্ষের পরিচয়
এই কথা সকলে কয়,
যে যা দেয়। সেই তো পায়
এই সংসারে।।
মনে মনে মনকলা খাই,
করো না রে আত্ম বড়াই,
দুদ্দু বলে আমি তেমনই ভাই,
ঘুরে ফিরে।।