কাঁচা হাড়িতে লো হাঁড়িতে

কাঁচা হাড়িতে লো হাঁড়িতে

কাঁচা হাড়িতে লো হাঁড়িতে

ও কাঁচা হাড়িতে লো হাঁড়িতে

রাখিতে নারিলি প্রেমজল

কাঁচা হাঁড়ি যদি পাঁকা হবি

ভাইরে ভাই চলে যাবি গুরুর বাড়িরে

আবার প্রেমাগুনে সিদ্ধ হবি

রূপে করবি টলমল

সদানন্দ ভেবে আউল

কথা যে বুঝেছে সেইতো বাউল

ধান কুটিলে হয়েরে চাউল

আবার তুষ কুটিলে কিবা ফল কিবা ফল

কাঁচা হাঁড়ি জলে দিলে

তখনই যাইবে গলে

তখন দুই জনাতে লাগবি গণ্ডোগোল

কাছে আছে সে যখন ভজন সাধন করব কি কারণ

কাছে আছে সে যখন

ভজন সাধন করব কি কারণ।।

থাকতে কাছে পড়ি পাকে, তখন আল্লা বলে কারে ডাকে

কোথায় হতে এসে তাকে, মুস্কিলে করে আসান।

কাছে যদি থাকে আল্লা কি উদ্দেশে জপ মালা

টিপটিপি রোজ দু’বেলা, এগুলো কি মনের ভ্ৰম।।

গরু কি বকরী ঘোড়া কি ভেড়া

গাধা কি মানুষ যোয়ান কি বুড়া

গোল কি চেপটা কাহার আড়া, খাড়া পড়া কার মতন।।

বাতুনেতে আছে আল্লা, লাল কি গোরা কালা কি ধলা

নসরদ্দী ভাবে আল্লা, পেলাম না তোর দরশন।।

কান্দিয়া আকুল হইলাম

খা(কা)ন্দিয়া আকুল অ(হ)ইলাম ব(ভ)ব নদীর ফা(পা)ড়ে

মন তরে খে(কে) বা ফা(প)র করে

সুসময়ে দিন গুবাইয়া

অসময়ে

আইলাম নদীর ফা(পা)রে

ও মাঝি তর নাম জানি না

আমি ডাইক দিমু খা(কা)রে

মন তরে খে(কে) বা ফা(পা)র করে

নাও আসে(ছে) খোয়াইনি নাইরে

অ(ও)রে মানুষ নাইরে ফা(পা)রে

ও মাঝি তর নাম জানি না

আমি ডাইক দিমু খা(কা)রে

মন তরে খে(কে) বা ফা(প)র করে

অদ(ধ)ম ইদমে বলে

আমার কি আসে(ছে) কফা(পা)লে

অ(হ)জরত শা জালালের দরগায় বসি

অ(ও) মোর ইদম শায়ে খা(কা)ইন্দে

মন তরে খে(কে) বা ফা(প)র করে

কথা ও সুর – ইদম শাহ্

Leave a Comment