কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া লিরিক্স
Kano ale mor lyrics
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া?
এসেছ কি হেথা তুমি পথ তব ভুলিয়া?
তোমার লাগিয়া আজ
পরিনি মিলন-সাজ,
বিরহ শয়নে ছিনু আঁখি ছলছলিয়া;
কে জানিত ছিল মোর দোরখানি খুলিয়া।
ধরিব তোমার কর,
দাঁড়াও পথিক বর,
গেঁথে নি কুসুমমালা তুলি প্রেম কলিয়া।
না হইতে মালা গাঁথা যেয়ো নাকো চলিয়া।
মাকে বলো কালো