কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
Kalar praniti nilo basiti lyrics
কালায় পরানটি নিল বাঁশিটি বাজাইয়া
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া
আমারে যে থুইয়া গেল
উদাসী বানাইয়া রে
কে বাজাইয়া যাও রে বাঁশী
বাজো পথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম
কুল-মান তেজিয়া রে
বাঁশিটি বাজাইয়া বন্দে
বইল কদম তলে
নিলুয়া বাতাসে বাঁশি
রাধা-রাধা বলে রে
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মননের আগুন
কে দিল জ্বালাইয়ারে