Kaal Sara Raat song lyrics | কাল সারা রাত বৃষ্টি  লিরিক্স

Album : Jobab Daw

Kaal Sara Raat song lyrics

কাল সারা রাত বৃষ্টি  লিরিক্স

 

কাল সারা রাত বৃষ্টি

ঝরে ছিলো অঝরে,

এমন রাতে পারিনি ঘুমাতে

শুধু তোমার স্মৃতি মনে

করে।

মাতাল হাওয়া উম্মাদনায়

ছিল মেতে,

কষ্ট ছিল মেঘলা

মনের কল্পনাতে।

তোমার ছবি উঠল বেশে

শূন্য বুকের

এই উঠুন জুড়ে।

পাথর কাল অন্ধকারে একা

একা,

Natok song lyrics | আমাকে তুমি দেখালে লিরিক্স

পাইনি ভেবে আমার দুখের

সীমা রেখা।

ভাবতে তবু লাগলো ভালো

একদিন ছিলে তুমি হৃদয়

জুড়ে।

Leave a Comment