Tumi Nei Bole song lyrics | তুমি নেই বলে আমার লিরিক্স

Tumi Nei Bole song lyrics

Album : Tumi kotha rakhoni

তুমি নেই বলে আমার লিরিক্স

তুমি নেই বলে আমার

দু’চোখের জলে

হয়েছে অথৈ সাগর

তুমি নেই বলে আবেগী

প্লাবন এসে

ভিজিয়ে গেছে অধর

আজ শূন্যতা হৃদয়ে করেছে

নোঙর

বিষাদে ছেয়ে গেছে

মন-বন্দর

স্তব্ধ-বিরান আমার

সাজানো ঘর

Kaal Sara Raat song lyrics | কাল সারা রাত বৃষ্টি  লিরিক্স

তুমি নেই বলে আমার

দু’চোখের জলে

হয়েছে অথৈ সাগর

তুমি নেই বলে আবেগী

প্লাবন এসে

ভিজিয়ে গেছে অধর

আজও ভুলিনি সেই সে

স্মৃতি

মনে পড়ে যায় বারবার

বুকের মাঝে মুখটি গুঁজে

বলতে আমি তোমার

আজও ভুলিনি সেই সে

স্মৃতি

মনে পড়ে যায় বারবার

বুকের মাঝে মুখটি গুঁজে

বলতে আমি তোমার

আজ তুমি অন্যের, মিথ্যে

সবই

বিষাদে ছেয়েছে আমার

পৃথিবী

আজ তুমি অন্যের, মিথ্যে

সবই

বিষাদে ছেয়েছে আমার

পৃথিবী

স্তব্ধ-বিরান আমার

সাজানো ঘর

তুমি নেই বলে আমার

দু’চোখের জলে

হয়েছে অথৈ সাগর

তুমি নেই বলে আবেগী

প্লাবন এসে

ভিজিয়ে গেছে অধর

মনে কি পড়ে বন্ধু তোমার

কত কাছে ছিলাম দু’জন

তোমার চেনা গন্ধ আজও

এই মনে তোলে শিহরণ

মনে কি পড়ে বন্ধু তোমার

কত কাছে ছিলাম দু’জন

তোমার চেনা গন্ধ আজও

এই মনে তোলে শিহরণ

জোর করে ভুলে থাকা যায়

কি সবই

স্মৃতির দেয়াল জুড়ে

তোমার ছবি

জোর করে ভুলে থাকা যায়

কি সবই

স্মৃতির দেয়াল জুড়ে

তোমার ছবি

স্তব্ধ-বিরান আমার

সাজানো ঘর

তুমি নেই বলে আমার

দু’চোখের জলে

হয়েছে অথৈ সাগর

আজ শূন্যতা হৃদয়ে করেছে

নোঙর

বিষাদে ছেয়ে গেছে

মন-বন্দর

স্তব্ধ-বিরান আমার

সাজানো ঘর

তুমি নেই বলে আমার

দু’চোখের জলে

হয়েছে অথৈ সাগর

তুমি নেই বলে আবেগী

প্লাবন এসে

ভিজিয়ে গেছে অধর

Leave a Comment