ইথে কি আর বিপদ আছে লিরিক্স | Ithe ki amar bipod aca lyrics

ইথে কি আর বিপদ আছে লিরিক্স

Ithe ki amar bipod aca lyrics

ইথে কি আর বিপদ আছে।

এই যে তারার জমি আমার দেহমাঝে।

যাতে দেবের দেব সুকৃষাণ হয়ে, মহামন্ত্রে বীজ বুনেছে।।

ধৈর্যখুঁটা, ধর্মবেড়া, এদেহে চৌদিক ঘিরেছে।

এখন কাল চোরে কি করতে পারে, মহাকাল রক্ষক হয়েছে।।

দেখে শুনে ছয়টা বলদ, ঘর হ’তে বাহির হয়েছে।

কালীনাম-অস্ত্রের তীক্ষ্ণধারে, পাপতৃণ সব কেটেছে।।

প্রেমভক্তি সুবৃষ্টি তায়, অহর্নিশি বর্ষিয়েছে।

প্রসাদ বলে কালীবৃক্ষে, চতুর্বর্গ ফল ধরেছে।।

Leave a Comment