এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা লিরিক্স
Aso he aso he lyrics
এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।
খুলিয়া প্রাণের আধো লাজবসন
জীবনমন্দিরে পেতেছি আসন;
বোসো হে বিরহক্লেশনাশন,
কন্ঠে লহো মম মালিকা।
উন্মাদ এ তরঙ্গ,
উথলিছে ভীষণ ভঙ্গ,
ঘোর তিমির ঘেরি দশ দিক,
এসো হে নবীন নাবিক।
জীবন-তরী মাঝে নাহিক কাণ্ডারী;
প্রেম পারাবারে আমি একা।