Hridoy Amar Prokash Holo lyrics

Hridoy Amar Prokash Holo lyrics

হৃদয় আমার প্রকাশ হল লিরিক্স

 

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে ।

বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ।।

এই-যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা-

ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে ।।

বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে ;

জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে ।

আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে-

সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে ।।

 

Hridoy Amar Prokash Holo lyrics,  আমার যাবার সময় হলো লিরিক্স

হৃদয় আমার প্রকাশ হল লিরিক্স,

Hridoy Amar Prokash Holo,

হৃদয় আমার প্রকাশ হল,

Hridoy Amar Prokash lyrics,

হৃদয় আমার প্রকাশ লিরিক্স,

Hridoy Amar lyrics,

হৃদয় আমার লিরিক্স,

 

Leave a Comment