Hawar Namey Lyrics

Hawar Namey Lyrics

আলো দেখে কেমন আঁকড়ে ধরি,

তুমিতো সেই জলের ঈশ্বরী,

ডাকতে পাবো হাওয়ার নাম ধরে,

উড়তে থাকা পাতা, সংগোপনে যখন

তোমার হাওয়ার জল,

উড়নচন্ডী একলা পাতার দল,

নিয়ন এবং আলোর অশ্রুপাত,

সহজ জলে ভিজতে থাকা একা,

হাওয়ার নামে তোমার সাথে দেখা,

ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত,

আমার জন্যে একলা থাকাই শ্রেয়,

হাওয়া মানে তোমারই নামে নিরব,

ডুবতে থাকা শুন্যে চোখ রাখি,

নিয়ন এবং পাতার পথে আসবে,

Hawar Namey Lyrics,Join Our Facebook Page

Hawar Namey Lyrics,Purono Guitar Lyrics

আলো দেখে কেমন আঁকড়ে ধরি লিরিক্স,

তুমিতো সেই জলের ঈশ্বরী লিরিক্স,

ডাকতে পাবো হাওয়ার নাম ধরে লিরিক্স,

উড়তে থাকা পাতা, সংগোপনে যখন লিরিক্স,

তোমার হাওয়ার জল লিরিক্স,

আসতে পারো, একলা থাকি লিরিক্স,

Leave a Comment