Beiman  Lyrics

Beiman  Lyrics

তোর ডায়রীর পাতা জুড়ে

কার নামে কবিতা?

ডায়রীর ভাঁজে ঐ যে দেখি

কার ছবিটা?

দিনের শেষে তুই ও দেখি

খুব হাসিতেই মাতিস।

যে তোর ঐ হাসির কারণ

তার খবর কি রাখিস?

যেই খাঁচাতে থাইকা শিখলি

প্রেমের মানেটা,

সেই খাঁচাটা ছাইড়া যাইতেও

কষ্ট পাইলি না।

যেই ছেলেটার হাসির মাঝে

কষ্ট লুকাইতি,

 Beiman  Lyrics,

সেই ছেলেটাই একলা কাঁদে

ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি

ফিরা আইলি না।

তর মুখটা মায়ায় ভরা

ভুলতে পারি না।

ভুলতে পারি নারে বেঈমান

ভুলতে পারি না।

তোর মুখটা মায়া জানে

ভুলতে পারি না।

কার শহরের মায়ায় পড়ে

ভুললি আমারে?

সে কি তোরে আমার চেয়েও

বেশি হাসায় রে?

কার মুখটা আমার চেয়েও

বেশি মায়ায় বাঁধে?

তুই কাদলেও সে মুখটাও কি

তোর সাথে কাঁদে?

যেই আকাশে আমার সাথে

তাঁরা তুই গুনতি।

সেই আকাশেও মেঘ জমাইতেও

একবার না ভাবলি।

যেই শহরে থাইকা করলি

প্রেমের সাধনা,

সেই শহরে ধুলো জমে

ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি

ফিরা আইলি না।

তর মুখটা মায়ায় ভরা

ভুলতে পারি না।

Beiman  Lyrics,Join Our Facebook Page

Beiman  Lyrics,Tokir Jonno Lyrics

তোর ডায়রীর পাতা জুড়ে লিরিক্স,

কার নামে কবিতা লিরিক্স,

ডায়রীর ভাঁজে ঐ যে দেখি লিরিক্স,

কার ছবিটা লিরিক্স,

দিনের শেষে তুই ও দেখি লিরিক্স,

খুব হাসিতেই মাতিস লিরিক্স,

ভুলতে পারি না লিরিক্স,